কর্ণফুলীতে বিয়ে করতে গিয়ে বরের ৫০ হাজার টাকা জরিমানা
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি : [১] কর্ণফুলী উপজেলায় বিয়ে করতে গিয়ে জরিমানা দিতে হয়েছে এক বরকে। প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৪ বছরের কিশোরী। [২] ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর মোহাম্মদ আরিফ ও কনের পিতা জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কর্ণফুলী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী।
[৩] পীযুষ কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে বাল্যবিয়ের সব আয়োজন বন্ধ করি। পরে কনের পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।