বিশ্বজিৎ দত্ত : [১] ভারতের রিজার্ভ ব্যাংকের পরিসংখানে বলা হয়েছে মার্চেও ১৫ তারিখ পর্যন্ত ভারতের বৈদেশিক মূদ্রার রিজার্ভ রেকর্ড ভেংগেছে। আগের রিজার্ভ ছিল ৬ .৩৬বিলিয়ন ডলার। এক সপ্তাহে রিজার্ভ বৃদ্ধি পয়েছে ৬.৪ বিরিয়ন ডলার।
[২]এই সময়ে স্বর্ণের রিজার্ভও বৃদ্ধি পেয়েছে। আগে স্বর্ণের রিজার্ভ ছিল ৩৪৭ মিলিয়ন ডলারের। গত এক মাসে তা বৃদ্ধি পেয়ে ৫১. ৪৮ বিরিয়ন হয়েছে।
[৩] ব্যাংকটির তথ্যে বলা হয়েছে, ভারতের প্রবৃদ্ধি হয়েছে ৭.৬ শতাংশ । [৪] এই সময়ে ডলারের বিপরীতে রুপির মানও বৃদ্ধি পয়েছে। বর্তমানে ১ ডলারের বিপরীতে ভারতের ৮৩.৪২ রুপি বিনিময় হচ্ছে।
[৫] ভারতের অন্যতম অর্থনীতিবিদ কৌশিক বসু এই প্রবৃদ্ধিকে সমালোচনা করে বেলেছেন এই প্রবৃদ্ধিতে গরীব মানুষের কোন উপকার হয়নি। বরং দেশে বৈষম্য বেড়েছে। প্রবৃদ্ধির মূল সুফল পেয়েছে ভারতের অতি ধনীরা। দেশে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এই প্রবৃদ্ধি ২০০৮ সালের যে প্রবৃদ্ধি তার ধারবাহিকতা রক্ষা করেনি।