মাসুদ মিয়া: [১] বান্দরবানের রুমার পর এবার থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে থানচি সদরের শাহজাহানপুরের দিক থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা যা পেয়েছে তা নিয়ে চলে যায়। এরপর তারা আবার ওই তিন গাড়িতে করে শাহজাহানপুরের দিকে চলে।
[২] এবিষয়ে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম এ প্রতিবেদকে বলেন, মঙ্গলবার রাতে রুমা থেকে কোন টাকা নিতে পারে নাই। থানচি থেকে সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ১ লাখ টাকা নিয়েছে। তিনি বলেন, রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার তারাবির নামাজ পরছিল। নামাজের থেকে সশস্ত্র গোষ্ঠী ম্যানেজারকে ধরে নিয়ে আসে কিন্তু তখন ভল্টের চাবি তার কাছে ছিল না। চাবি চিল তার বাসায়। এমডি বলেন, ম্যানেজারকে অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী ধরে নিয়ে যায় তাকে উদ্ধারের জন্য পুলিশ, র্যাব ও সেনাবাহিনী চেষ্ঠা চালাচ্ছে। আফজাল করিম আরও বলেন, প্রশাসনের সাথে আলোচনা করে অনির্দিষ্টকালের জন্য বান্দরবানে সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ করা হয়েছে। কবে চালু হতে পারে এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন অনুকুলে আসবে তখন আবার চালু করা হবে।
[৩] এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমায় নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ১৪টি অস্ত্র লুট করেছে বলে খবর পাওয়া যায়। [৪] সোনালী ব্যাংক রুমা শাখায় ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে কেএনএফ সন্ত্রাসীরা নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। স্থানীয়রা জানান, চাঁদের গাড়িতে ২০-২৫ জন এসে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুটপাট করে পালিয়ে যায়। ব্যাংক দুটি পাশাপাশি ভবনে হওয়ায় মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যায়। পুলিশের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানচিতে দুটি ব্যাংকে ডাকাতির ঘটনা শুনেছি। টাকার পরিমাণ ও ঘটনার বিস্তারিত পরে জানতে পারব। বান্দরবানের রুমা ও থানচিতে গত দুদিনে তিনটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলা বাদে জেলার ছয়টি উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।