শেয়ারবাজার বাঁচাতে হলে ভালো কোম্পানিকে আনতে হবে
ড. এবি মির্জা আজিজুর ইসলাম
রুদ্রাক্ষী আকরাম : সাবেক তত্তাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম আমাদের অর্থনীতিকে বলেছেন, শেয়ারবাজারের উত্থানপতন সব দেশেই হয়ে থাকে। তা কখনোই এক জায়গায় থেমে থাকে না। তবে আমাদের দেশে শেয়ারবাজারের গত কয়েক বছরের সার্বিক পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় যে, আমাদের বাজারের কোনো উন্নয়ন হচ্ছে না।
তিনি বলেন, বহুদিন ধরেই শেয়ারবাজার সূচক ৬ হাজার ২০০ পয়েন্টের কাছাকাছি ঘোরাঘুরি করছিলো, যা আবারো নিচে নেমে গেছে। তবে আমার মতে, শেয়ারবাজারকে চাঙ্গা করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। সার্বিকভাবে বেশকিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলা করতে পারলে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারতো। আমার ধারণা, বাজারে আর্থিক দুর্বলতার কারণে বিনিয়োগকারী শেয়ারবাজারে আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই শেয়ারবাজারে বিনিয়োগকারী কমে যাওয়ায় সূচক নিম্নমুখী হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশ কয়েকটা ভালো কোম্পানি সার্বিক অর্থনৈতিক খাতের পরিস্থিতির কারণে তারা আগের তুলনায় বিনিয়োগ কমিয়ে দিয়েছে, বেশকিছু কোম্পানির ফ্লোর প্রাইস নিচে নেমে গেছে। আমি আরেকটি বিষয়ে স্পষ্ট করে বলতে চাই যে, শেয়ারবাজারকে আপ্রাণভাবে বাঁচাতে হলে আমাদের ভালো কোনো কোম্পানিকে অর্থাৎ, সে কোম্পানি সরকারি বা বেসরকারি হতে পারে, যা শেয়ারবাজারে আনতে হবে। এভাবেই বাজারের গভীরতাকে বাড়াতে হবে। বিনিয়োগকারীরা অনেক সময় বেশি লাভ করতে না পেরে ব্যবসায়ীদের কাছে বিনিয়োগ ফোর্সড সেল করে দেয়, যার ফলে আমাদের শেয়ারবাজারের এমন দুরবস্থা।