• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

দুবাইয়ে বিশ্বের প্রথম কৃত্রিম বিমান বালা

প্রকাশের সময় : April 29, 2024, 9:09 pm

আপডেট সময় : April 29, 2024 at 9:09 pm

অর্থনীতি ডেস্ক : [১] দুবাইয়ের অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) এর দর্শনার্থীরা বিশ্বের প্রথম দ্বিতীয় প্রজন্মের এআই-চালিত বিমান বালার সঙ্গে সাক্ষাতের পাবেন।
[২] সামা ২.০ নামের কাতার এয়ারওয়েজের এ বিমান বালা দর্শণারর্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
[৩] ভ্রমণকারীদের কিউরেটেড ভ্রমণ অভিজ্ঞতা ডিজাইন করতে সাহায্য করবে। সে সঙ্গে পরের সপ্তাহে বিভিন্ন ইভেন্টের প্রশ্ন, গন্তব্য, সহায়তা টিপস এবং আরও অনেক বিষয়ে জবাব দেবে।
[৪] আগামী ৬ থেকে ৯ মে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বার্ষিক প্রদর্শনীতে কাতারি এয়ারওয়েজের প্যাভিলিয়নে থাকবে এ ডিজিটাল মানব বিমান বালা।
[৫] কাতার এয়ারওয়েজের গ্রাহকরা এয়ারলাইনের ডিজিটাল প্ল্যাটফর্ম কিউভিইআরএসই বা এর অ্যাপের মাধ্যমেও সামা ২.০ এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
[৬] আকাশ-এর আরবি শব্দের নামানুসারে, কৃত্রিম বিমান বালার নামকরণ করা হয় সামা। চলতি বছরের মার্চে আইটিবি বার্লিনে কাতার এয়ারওয়েজ স্ট্যান্ডে আত্মপ্রকাশ হয় সামার। ইউএনইইকিউ (টহববছ)এর সহযোগিতায় এআই চালিত এ ডিজিটাল বিমান বালা তৈরি করা হয়। কাতার এয়ারওয়েজই হলো প্রথম এয়ারলাইন কোম্পানি যারা এআই বিমান বালা নিয়ে এসেছে। [৭] আরেকটি হিউম্যানয়েড রোবট সোফিয়া। গত কয়েক বছর ধরেই শিরোনাম রয়েছে এটি। ২০১৭ সালে সৌদি আরব বিশ্বের প্রথম দেশ, যারা সোফিয়া নামের এ রোবটকে নাগরিকত্ব দেয়। সূত্র : খালিজ টাইমস

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)