গাজীপুর প্রতিনিধি : ঢাকা-জয়দেবপুর রেল সড়কের গাজীপুরের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে দাঁড়িয়ে থাকা মালবাহীতে যাত্রীবাহী ট্রেনের থাক্কায় আহত ৪ হয়েছে। ৯ বগি লাইনচ্যুত হয়েছে। জয়দেবপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মালমাহী ট্রেনের ৫টি ও যাত্রীবাহী ট্রেনের ৪ বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ আহত চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা থেকে ময়মনসিংহ ও ঢাকা থেকে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ, গাজীপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা। দুর্ঘটনার তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বরখাস্তকৃতরা হলেন- আপ ঘুন্টি স্টেশনের স্টেশনমাস্টার মো. আবুল হাসেম, পয়েন্টস ম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমান। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে।