দেশের নদ-নদী রক্ষার পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণের আহ্বান
নিজস্ব প্রতিবেদক : [১] জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার দেশের নদ-নদী রক্ষার পাশাপাশি দূষণ নিয়ন্ত্রনের আহ্বান জানিয়েছেন।
[২] তিনি বলেন, ইটিপি স্থাপনের মাধ্যমে কারখানার দূষিত বর্জ্য পরিশোধনের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে আনতে হবে। বাংলাদেশের নদ-নদীগুলো যদি আমরা রক্ষা করতে না পারি তা হলে বাংলাদেশকে বাঁচাতে পারবো না।
[৩] ওয়াটার কিপার্স বাংলাদেশ এর উদ্যোগে নদীদূষণ বন্ধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। [৪] জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইউএসএইড এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় গত বৃহস্পতিবার এ সংলাপ অনুষ্ঠিত হয়।
[৫] ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। সংলাপে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। [৬] নাগরিক সংলাপে প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, পিআইবি প্রশিক্ষণ কো-অর্ডিনেটর জিলহাস উদ্দিন নিপুন, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মিডিয়া বিভাগের প্রধান মোস্তফা আলমগীর রতন, দ্য ডেইলি স্টার এর চিফ রিপোর্টার পিনাকী রায়, একাত্তর টেলিভিশনের অ্যাসোসিয়েট চিফ নিউজ এডিটর মো: আহসান হাবীব পলাশ, ঝটিকা সফরের প্রধান নির্বাহী এবং ইরাবতী ইকো রিসোর্টের পরিচালক জান্নাতুল ফেরদৌসী মানু, দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র, নেক্সাস টেলিভিশনের এডিটর কারেন্ট অ্যাফেয়ার্স আমিন আল রশিদ এবং ইউনিভার্সিটি অব লন্ডন এর বিরবেক স্কুল অব ল’এর সহযোগী প্রভাষক মোহাম্মদ গোলাম সারওয়ার প্রমুখ। [৭] অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার নিয়ে বিশ্লেষণ উপস্থাপন করেন রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ। সংলাপে বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু নদীপাড়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
[৮] প্রধান অতিথির আলোচনায় জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, আমাদের স্বাধীনতার শ্লোগান ছিল, তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা। সেই পদ্মা, মেঘনা, যমুনাকে বাঁচাতে হবে। গণমাধ্যমে অনেক রিপোর্ট আসছে। নদীগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
[৯] সভাপতির আলোচনায় শরীফ জামিল বলেন, নদীমাতৃক দেশের মানুষ হিসাবে আমাদের নদীগুলোকে জানতে হবে। ইংল্যান্ডের মানুষ টেমস নদীকে দূষণের হাত থেকে রক্ষা করে বাঁচিয়ে তুলেছে। আমাদের দূষিত নদীগুলোকে আমরা একদিন দূষণমুক্ত করতে পারবো।
[১০] বক্তারা সারাদেশের নদী রক্ষায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি নাগরিক সংলাপে ঢাকা শহরের আশেপাশের নদীর দূষণ ও দখলমুক্ত করে নদীর প্রাণ ফিরিয়ে এনে ঢাকার পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার জন্য সকল গণমাধ্যম এবং পরিবেশ সাংবাদিকদের সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।