বিশ্বজিৎ দত্ত : [১] এ বছর উত্তরপ্রদেশে সনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া আসন রায়বরেলীতেও কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। সম্প্রতি সেখানেই এক সালোঁয় দেখা যায় কংগ্রেস নেতাকে।
[২] সালোঁর চওড়া আয়নার সামনে পাশাপাশি খানতিনেক আসন। তার মধ্যে দু’টি ফাঁকা পড়ে থাকলেও ক্রেতারা বসছেন না। লাইন দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকছেন একটি আসনের জন্য। যে আসনে রাহুল গান্ধী বসেছিলেন! [৩] রাহুল লালগঞ্জে এসে তিনি হঠাৎই ঢুকে পড়েন নিউ মুম্বাদেবী হেয়ার কাটিং সালোঁয়। যার নোনাধরা সবুজ দেওয়ালে জ্বলজ্বল করছে লালহলুদ সাইনবোর্ড। আর তাতে শোভা পাচ্ছে পাশাপাশি তিন তারকার ছবি বিরাট কোহলি এবং দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন এবং যশ গৌড়া।
[৪] কংগ্রেস নেতা সটান এসে বসে পড়েন এলইডি ল্যাম্পে সাজানো আয়নার সামনে রাখা কোনার চেয়ারে। দেওয়ালে টাঙানো চুলের ছাঁটের ক্যাটালগ থেকে বেছে দেন পছন্দের ছাঁট। প্রায় এক মাসের না কাটা দাড়িও ছেঁটে নেন সালোঁর মালিক মিঠুন কুমারের কাছে। সঙ্গে চলতে থাকে খোশগল্প। কথায় কথায় মিঠুনের দৈনিক উপার্জনও জেনে নেন রাহুল।
[৫] সম্প্রতি রাহুলের সেই সালোঁ অভিযানের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে তাদের অ্যাকাউন্টে পোস্ট করেছিল কংগ্রেস। তার পর থেকেই রায়বরেলীর মুম্বাদেবী সালোঁয় শুরু হয়েছে আসন নিয়ে টানাটানি। মিঠুন জানিয়েছেন, রাহুলের আসার খবর ছড়িয়ে পড়তেই দোকানে গ্রাহকদের ভিড় জমতে শুরু করেছে। দীর্ঘ লাইন পড়েছে দোকানের বাইরে। কিন্তু সমস্যা একটিই। দোকানে অন্য কোনও আসনে বসতে চান না ক্রেতারা। সকলেই চান সেই আসনে বসতে, যেখানে রাহুল বসেছিলেন।
।