সাতক্ষীরা প্রতিনিধি : [১] সাতক্ষীরার শ্যামনগরে ঝড়ের আঘাতে শতাধিক কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালি ও জয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশকিছু গাছও উপড়ে পড়ে।
[২] কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ পাঁচ নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে দমকা হাওয়া বইতে শুরু করে। মুহূর্তে এলাকার শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি লন্ড ভন্ড হয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।
[৩] শ্যামনগর উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ-জামান সাঈদ জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।