অর্থনীতি ডেস্ক : [১] নাইজেরিয়ার প্লাতিউ ওয়েস রাজ্যের বন্দুক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। গতকাল বুধবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। [২] প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর-মধ্য মালভূমি রাজ্যের জুরাক গ্রামে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ৪০ জন। নিহতদের প্রায় সবাই খনিতে কাজ করতেন। বন্দুকধারীরা মোটরবাইকে করে এসে আকস্মিক হামলা চালিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গ্রামের লোকজনের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে এবং বাড়ি-ঘরে আগুন দেওয়া হয়েছে। [৩] টিমোথি হারুনা নামে এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন, তারা অনেক মানুষকে হত্যা করেছে এবং অনেককে অপহরণ করেছে। অনেকে বন্দুকের গুলিতে আহত হয়েছেন। তারা আমাদের বাড়িঘরও জ্বালিয়ে দিয়েছে।
[৪] রাজ্যের তথ্য কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে জানান, এ হামলায় আর কেউ হতাহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা এখন পর্যন্ত প্রায় ৪০ জনের নিহতের তথ্য নিশ্চিত হয়েছি। যারা প্লাতিউ রাজ্যের জুরাক সম্প্রদায়ের মানুষ। [৫] নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় প্রায়ই যাযাবর পশুপালক এবং মেষপালকদের মধ্যে বিরোধের কারণে সহিংসতার ঘটনা ঘটছে। এতে বেশ কয়েক বছর ধরে শত শত মানুষ হতাহতের শিকার হয়েছেন। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে চারণভূমিতে পানির প্রবেশাধিকার এবং অন্যান্য সম্পদ যেমন রাজ্যের ধাতব মজুত নিয়ে দুপক্ষের বিরোধের কারণে উত্তেজনা বাড়ছে। সূত্র : রয়টার্স