লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মায়ের হাতে ধরা ছেলে! তার পর কী হল?
বিশ্বজিৎ দত্ত : [১]প্রেমিকার ডাকে সাড়া দিয়ে গোপনে তাঁর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন তরুণ প্রেমিক। কিন্তু আচমকাই সেখানে এসে হাজির হন তাঁর মা। তারপরে কী হয়? সেই ঘটনার ভিডিয়োই ভাইরাল হয়েছে।
[২]প্রেমের সঙ্গে গোপনীয়তার সম্পর্ক নিবিড়। প্রেমের পথে বাধা এড়াতে একদিকে যেমন গোপনীয়তা অবলম্বন করেন প্রেমিক যুগল। তেমনই অনেকে এ-ও মনে করেন যে, গোপন প্রেম অনেক বেশি মধুর। তবে সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োয় গোপন প্রেমের পরিণাম খুব একটা মধুর হতে দেখা যাচ্ছে না।
[৩] স্কুটিতে অপেক্ষারত এক তরুণীর সামনে এসে দাঁড়িয়েছেন এক মহিলা। তরুণীর দিকে একরকম তেড়েই যাচ্ছেন তিনি। তরুণীর চুল ধরে নাড়িয়ে দিতেও দেখা যায় তাঁকে।
[৪] প্রত্যক্ষদর্শীরা বাধা দিতে এলে চিৎকার করে মহিলা বলেন, ‘‘আমার ছেলেকে ডেকে পাঠিয়েছে ও এখানে।’’ সঙ্গে সঙ্গেই তরুণী দাবি করেন, তিনি তাঁর ছেলেকে ডেকে পাঠাননি। কিন্তু সেই যুক্তিতে কান দিতে রাজি নন ওই মহিলা।
[৫]ভিডিয়োয় দেখা যায় ওই তরুণীকে শারীরিক নিগ্রহের পাশাপাশি তাঁর স্কুটার থেকে চাবিও ছিনিয়ে নেন মহিলা।