সোহেল রহমান : [১] দেশের ৫৪তম জাতীয় বাজেট এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। একইসঙ্গে চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট এবং অর্থবিল ২০২৪ পেশ করবেন তিনি। এর আগে জাতীয় সংসদে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এগুলো অনুমোদন দেয়া হবে।
[২] অর্থ মন্ত্রণালয় সূত্রমতে, আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার বা মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
[৩] প্রসঙ্গত: স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা।
[৪] জানা যায়, নতুন অর্থবছরের বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছেÑ ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’। প্রায় ৩২৯ পৃষ্ঠার এবারের দীর্ঘ বাজেট বক্তৃতায় বর্তমান সরকারের গত দেড় দশকে দেশের আর্থ-সামাজিক ও অবকঠামো উন্নয়নের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে।
[৫] অর্থ বিভাগ সূত্র মতে, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা; এনবিআর-বহির্ভূত খাত থেকে ১৫ হাজার কোটি টাকা; আর কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা হচ্ছে ৪৬ হাজার কোটি টাকা।
[৬] সূত্র মতে, প্রস্তাবিত বাজেটে সার্বিক ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এটি জিডিপি’র ৪ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা ঋণ নেয়া হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা; ব্যাংক-বহির্ভূত হিসেবে বিবেচিত সঞ্চপত্র খাত থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ৮ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে।
[৭] বাজেট ঘাটতির অবশিষ্ট ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা সংগ্রহ করা হবে বৈদেশিক উৎস থেকে।
[৮] অর্থ মন্ত্রণালয় জানায়, বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট িি.িসড়ভ.মড়া.নফ এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট িি.িহনৎ.মড়া.নফ-এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি দেশ বা বিদেশ থেকে নঁফমবঃভববফনধপশ@ভরহধহপব.মড়া.নফ-এ ই-মেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে।