ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যুক্ত হচ্ছে স্পেন
অর্থনীতি ডেস্ক : [১] আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলাকে সমর্থন দিয়েছে ইউরোপের দেশ স্পেন। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস। [২] আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা দায়ের করেছে তাতে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এক সংবাদ সম্মেলনে ম্যানুয়েল আলবারেস বলেন, আমাদের একমাত্র লক্ষ্য এই যুদ্ধের অবসান ঘটানো এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে অগ্রসর হওয়া। [৩] এদিকে মিসর ঘোষণা করেছে, তারা গণহত্যা কনভেনশনের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজে মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে। [৪] এছাড়া আরো তিনটি দেশ ইতিমধ্যে এ মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে। দেশ তিনটি হলো- হলো- কলম্বিয়া, লিবিয়া ও নিকারাগুয়া। [৫] ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত ৮ জানুয়ারি আইসিজেতে অভিযোগ জানায় দক্ষিণ আফ্রিকা। ওই অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যার মতো অপরাধ বন্ধ করতে এবং মানবিক ত্রাণের চালান অবাধে প্রবেশ করতে দেয়ার নির্দেশ জারি করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, তেল আবিব আইসিজের জারি করা নির্দেশ পালন করছে না। [৬] প্রসঙ্গত, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতোমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশ নারী ও শিশু। সূত্র : আরব নিউজ