এমডি আলী জামান
ডিম- মুরগীর দাম বাড়লেই- তাদের এসোসিয়েশন থেকে ফটাফট হিসেব দিয়ে দেয়,পোল্ট্রি ফিডের দাম কত বেড়েছে এসব তথ্য। এমতাবস্থায় দাম না বাড়িয়ে উপায় নেই।
কয়েক দিন আগে প্রতিযোগিতা কমিশন ডিম- মুরগীর অস্বাভাবিক মুল্যবৃদ্ধির জন্য একটা বড় পোল্ট্রি কোম্পানীর বিরুদ্ধে মামলা করে।মামলার শুনানীতে কোম্পানী যথারীতি মুল্যবৃদ্ধির ফিরিস্তি দিয়ে দেয়।কমিশন মামলায় হেরে যায়।রায় কোম্পানীর পক্ষে আসে।
এখন ডিমের দাম ১৩ টাকার উপরে।অথচ ব্র?য়লার মুরগীর কেজি ১৭০ টাকা।যা কিছুদিন আগে ২৫০ টাকার উপরে উঠেছিল।তখন এই পোল্ট্রি ফিডের দামের কাহিনী আমাদেরকে শোনানো হয়েছিল।
এখন বোঝা যাচ্ছে,ডিম পাড়া মুরগীর খাবারের দাম বেড়েছে।
তবে,ব্র?য়লার মুরগীর খাবারের দাম বাড়েনি।তাই মুরগীর দাম কমেছে,আর ডিমের দাম বেড়েছে। দুর্জনের ছলের অভাব হয় না।