• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

সোনাগাজীতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

প্রকাশের সময় : June 11, 2024, 12:34 am

আপডেট সময় : June 11, 2024 at 12:34 am

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) : সোমবার সোনাগাজীতে মোটা চাউল বিভিন্ন ধরনের ৪৭- ৫৭ টাকা কেজি , চিকন চাল ৬০ টাকা থেকে শুরু।
গরুর মাংস প্রতি কেজি হাড্ডিসহ ৭৫০, হাড্ডি ছাড়া ৮৫০, ব্রয়লার কেজি ১৮০, সোনালি মুরগিরকেজি ৩৫০, ককের কেজি ৩৪০টাকা।
তেলাপিয়ার কেজি ২২০, কাতল ৪০০, রুই ৩৮০, সামুদ্রিক টেংরার কেজি ৫০০-৬০০, চিংড়ি ৮০০, ছোট চিংড়ি ৪০০, ইলিশ এক কেজি ওজনের ১৮০০-২০০০, ৫০০গ্রাম থেকে ৭০০গ্রাম পর্যন্ত প্রতি কেজি ১২০০, লরকা ৫৫০-৬০০, বাটা ৫০০, নদীর পাঙ্গাশ প্রতি কেজি ৩০০ টাকা।
ফার্মের মুরগির ডিম হালি ৫০, খামার হাঁসের ডিমের হালি ৮০, দেশী হাঁসের ডিমের হালি ১০০টাকা।
পাঙ্গাস প্রতি কেজি ২২০, পুঁই শাক প্রতি কেজি ৫০, কলমি শাক প্রতি আঁটি ২০, ঢেঁঢ়শের কেজি ৪০, লতি ৫০ টাকা, বরবটির কেজি ৬০-৬৫টাকা মুলার কেজি ৬০, চিচিংঙ্গা ৫০, বেগুন ৫০-৬০ টাকা কেজি।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)