আনু মুহাম্মদ
মাহা মির্জার সাথে আমি সম্পূর্ণ একমত.. আমি বাংলাদেশের একজন। এমন একটা সিস্টেম চাই, যেখানে আমার বছরব্যাপী ভ্যাট এবং ট্যাক্সের টাকা কোন কোন খাতে ব্যয় হবে, তা নির্ধারণ করার সম্পূর্ণ ক্ষমতা থাকবে আমার।
এই ফ্যাসিস্ট রাষ্ট্রের কোনো মন্ত্রী মিনিস্টারের বেতন, মোবাইল খরচ বা প্রাডো কেনার খরচ। কোনো রাষ্ট্রপতির লন্ডন চেক-আপের খরচ আমি দেব না। কোনো ডিবি পুলিশের ডিউটির খরচ বা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা বা গুলির খরচ আমি দেব না। বাড়তি খরচে নির্মিত কোনো ফ্লাইওভার বা উন্নয়ন প্রজেক্টের সুদের খরচ আমি দেব না।
আমার ট্যাক্সের টাকা শুধুমাত্র সরকারি হাসপাতাল, গণপরিবহন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে খরচ হবে। আমার ট্যাক্সের টাকা শিক্ষার্থীদের হলের সিট এবং খাওয়া-দাওয়ার ভর্তুকি বাবদ খরচ হবে। এই শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনে আমার সম্মতি থাকবে। দয়া করে ১৮ টাকা, ৩৫ টাকার খোটা মারার উদ্যত দেখানোর সময় খেয়ালে রাখবেন। ওই টাকার একটি পয়সাও আপনার পকেট থেকে আসেনি।