বিশ্বজিৎ দত্ত : [২] রাতের কোন এক সময়ে ছবিটি তুলা হয়েছে। লাউপাতার নীচে ঘুমিয়ে আছে একটি টুনটুনি।
[৩] ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন লাল সূর্য নামের একজন। ছবিটি ইতমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
[৪] অনেকেই ছবিটি নিয়ে মন্তব্য করেছেন। উল্লেখযোগ্য মন্তব্যটি ছিল উবিনিগের নির্বাহী ফরিদা আখতারের।
[৫] তিনি নিজেও চবিটি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।
[৬] তিনি লিখেছেন ছবিটারমধ্যে প্রকৃতি ও প্রাণের পরষ্পরিক মায়া লেগে আছে।