বিশ্বজিৎ দত্ত : [১] মুশফিকুর রহমান ইফফাত নামের এক যুবকের ১৫ লাখ টাকার ছাগল ক্রয়ের একটি খবর ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়।
[২] যদিও পরে বিক্রেতা বলছেন ছাগলটি সে কিনেনি। তবে ১ লাখ টাকায় সে ছাগলটি বুকিং দিয়েছিল।
[৩] মুশফিকুর রহমান ইফাত নামের এই যুবকের নানা অপরাধ মূলক কর্মকান্ডও আরোচনা হচ্ছে স্যোসাল মিডিয়ায়। তার পরিবারের এই অর্থের উৎস্য সম্পর্কে খোঁজ নিতেও বলছে স্যোসাল মিডিয়ার একটিভিস্টরা।