বিশ্বজিৎ দত্ত : [১] এই পোস্টের নীচে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ওটা হল জিএসটি আর ডেলিভারি চার্জ কেটে নেওয়ার পরে বাকিটা।
[২] ঠা ঠা গরমে তৃষ্ণা মেটাতে লাইম সোডা অর্ডার করেছিলেন অনলাইনে। বদলে হাতে এসে পৌঁছল ফাঁকা পানীয়ের গ্লাস! যদিও সেই গ্লাসের মুখ পুরোদস্তুর সিল করে আটকানো পানীয় চুঁইয়ে পড়ার অবকাশ নেই।
[৩] এমন অদ্ভুত অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এক ব্যক্তি। সমাজ মাধ্যমে তিনি অনলাইন খাবার সরবরাহ সংস্থার নাম করে লিখেছেন, ধন্যবাদ আমাকে এত সুন্দর ভাবে মুখ বন্ধ ফাঁকা গ্লাস পাঠানোর জন্য। আশা করি লাইম সোডাটা এর পরের অর্ডারের সঙ্গে এসে পৌঁছবে।