অর্থনীতি ডেস্ক : [১] হজে অংশ নেওয়া ৪৯ তিউনিসিয়ানের মৃত্যুর মৃত্যুর ঘটনায় তিউনিসিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ব্রাহিম চাইবিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ।
[২] গত শুক্রবার প্রেসিডেন্ট অফিস এক বিবৃতিতে জানিয়েছে, রেকর্ড পরিমাণ তিউনিসিয়ান হজ যাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ধর্মমন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট।
[৩] প্রেসিডেন্ট অফিস বলছে, সৌদি আরবে গত সপ্তাহে প্রচণ্ড গরমে অন্তত ৪৯ তিউনিশিয়ান মারা গেছে। তিউনিসিয়ার পরিবারগুলো এখনো নিখোঁজ বেশ কয়েকজনকে খুঁজছে।
[৪] সৌদির সরকারি প্রশাসন, মক্কার বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন দেশের দূতাবাসের তথ্যের ভিত্তিতে তৈরি মৃত হজযাত্রীদের সংখ্যাগত টালি থেকে জানা গেছে, এবার পবিত্র হজ পালন করতে গিয়ে শুক্রবার পর্যন্ত ৯২২ জনের মৃত্যু হয়েছে। মৃত হজযাত্রীদের মধ্যে বেশিরভাগ তাপপ্রবাহ ও অসহনীয় গরমের কারণে মারা গেছে। এছাড়া এখনো বহু হজযাত্রী নিখোঁজ রয়েছে।
[৫] গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। সৌদির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। গত সোমবার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
[৬] মৃত হজযাত্রীদের বেশিরভাগই মিসরের নাগরিক। এ পর্যন্ত অন্তত ৬০০ মিসরীয় হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মক্কার প্রশাসন।
[৭] এদিকে সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ২৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল। সূত্র : রয়টার্স