বিশ্বজিৎ দত্ত : [১] সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র ও সূরা কাউন্সিলের সদস্যের বরাত দিয়ে অনলাইন সংবাদ সংস্থা মিন্ট জানিয়েছে আগামী ১৭ বছর আর গরমে হজযাত্রীদের হজ করতে হবে না।
[২] সৌদি আবহাওয়া দপ্তরের গবেষকড. মনসুর আল মাজরুইকে জানান, চন্দ্রবর্ষের ক্যালেন্ডার অনুযায়ি প্রতি বছর শওয়াল , জিলকদ ও জিলহজ এই ৩ মাস হজের সময়। এই সময় প্রতিবছর সাধারণ ক্যালেন্ডার থেকে ১০দিন করে কমে যায়। এই হিসাবে আগাশী ২০২৬ সালে প্রথম ৮ বছর বসন্ত কলে হজ হবে। পরের ৮ বছর শীতকালে হজ হবে। ১৪৭০ সাল থেকে হজ হবে শরৎকালে।
[৩] ২০২৪ সালে সৌদির ৫১ ডিগ্রি তাপমাত্রায় প্রায় ১৩শ হাজি মারা গেছেন। এরমধ্যে ৫০ জন মারা গেছেন শয়তানকে ঢিল মারতে গিয়ে পদপিষ্ট হয়ে।