আমিনুল ইসলাম: [১] গ্যাসের চাপ কম থাকায় নরসিংদীর শিল্প কারখানাগুলো উৎপাদন প্রায় বন্ধের উপক্রম হয়েছে। এজন্য শিল্প কারখানাগুলোতে কর্মরত লাখ লাখ শ্রমিকের বেতন ভাতা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এরফলে শ্রমিক-মালিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
[২] এ অবস্থায় নরসিংদীর শিল্পকারখানাগুলোতে গ্যাসের চাপ দ্রুত বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, জ¦ালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সচিব, শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, নরসিংদী জেলা প্রশাসক, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, পেট্টবাংলার চেয়ারম্যান এবং এফবিসিসিআই’র সভাপতিসহ প্রায় ১৮টি সংস্থার প্রধানের কাছে চিঠি দিয়েছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মোমেন মোল্লা।
[৩] চিঠিতে তিনি বলেন, প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদী জেলার শেখেরচর-বাবুরহাট বাজার পাইকারী কাপড়ের সর্ববৃহৎ বাজার। এই বাজারের কাপড় বাংলাদেশের প্রায় ৭০ ভাগ কাপড়ের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা হয়। এই বাজারকে কেন্দ্র করে বস্ত্র শিল্পের সাথে জড়িত ছোট বড় প্রায় দুই হাজার শিল্প কারখানা গড়ে উঠেছে অত্র অঞ্চলে।
[৪] তিনি আরো বলেছেন, প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত নরসিংদী জেলার শেখেরচর (বাবুরহাট), মাধবদীর শিল্প এলাকাগুলো এবং নরসিংদী সদর ও এর আশেপাশের শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাসের চাপ যেখানে ১৫ পিএস থাকার কথা, সেখানে বর্তমানে ০/২/১/৩ পিএস থাকায় অধিকাংশ শিল্প কারখানাগুলো উৎপাদন প্রায় বন্ধ। [৫] তিনি আরো জানান, শ্রমিদের মজুরী উৎপাদনের উপর নির্ভর করে। কিন্তু এসব এলাকার গ্যাসের চাপ কম থাকায় শিল্প কারখানাগুলোর লাখ লাখ শ্রমিক ও মালিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তাই বাবুরহাট বাজার রক্ষা ও অত্র এলাকার শিল্প কারখানাগুলোকে সচল রাখার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উল্লেখিত এলাকাগুলোতে গ্যাসের চাপ দ্রুত বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
[৬] চিঠিতে তিনি আরো বলেন, নরসিংদী জেলার শেখেরচর-বাবুরহাটের এই পাইকারী কাপড়ের সর্ববৃহৎ বাজার মহামারি কোভিট-১৯ এর সময়েও প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য বিধি মেনে শেখেরচর বাবুরহাট বাজার চালু রাখা হয়েছিল। স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিল্প উৎপাদনকে সচল রাখা অত্যন্ত জরুরী। আর এই শিল্প উৎপাদন সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্যাসের চাপ বৃদ্ধি করে শিল্পকারখানাগুলো সচল রাখা অত্যাবশক।