বিশ্বজিৎ দত্ত : [১] ভারতীয় সংসদে দেয়া বক্তব্যে নরেন্দ্র মোদী বলেন, আমার তৃতীয় মেয়াদের সরকার হবে ঐতিহাসিক।
[২] তিনি বলেন, সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে ক্রমাগত সংগ্রাম চলবে। এক্ষেত্রে সরকার কোন হস্তক্ষেপ করবে না।
[৩] এবারের সংগ্রাম হবে দুর্নীতি ও গরিবি হঠাওয়ের।