কক্সবাজার প্রতিনিধি : [১] কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধে ক্যাম্পের ভেতরে বাস করা এক স্থানীয় রয়েছে।
[২] গতকাল বুধবার ভোররাতে উখিয়ার ৮ এবং ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। ৮ ইস্ট এর বালুখালী জুমেরছড়ায় নিহত ব্যক্তি স্থানীয় বলে জানা গেছে। তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
[৩] তিনি বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১১ এবং ৮ নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। [৪] এর আগে গতকাল বুধবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। ক্যাম্প-১৪ তে ১ জন, ক্যাম্প ১০ এ ৪ জন, ক্যাম্প ০৯ ৩ জন, ক্যাম্প ৮ এ ১ জন এবং ক্যাম্প-১ ডাব্লিউ তে ১জন মৃত্যুর ঘটনা ঘটে। যেখানে ২ জন বাংলাদেশি রয়েছে।
[৫] গেলো এক সপ্তাহ ধরে কক্সবাজারে একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। একারণে রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজারের কিছু কিছু পাহাড়ি এলাকা ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।
[৬] প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা, যাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের জান্তা বাহিনীর নৃশংসতার মুখোমুখি হয়ে বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে। তাদের অনেকেই ভূমিধসের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাস করছেন।