বিশ্বজিৎ দত্ত : [১] টুইটারের মালিকানা নেয়ার পর ইলনমাস্ক আগের লগোর ছবি পরিবর্তন করে এক্স লগো সংযুক্ত করেন। [২] এবার এক্স লগো পরিবর্তনের চিন্তা করছেন তিনি। [৩] ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে দুটি পাখিরক্রস চিহ্ণ দিয়ে একটি পোস্ট করেছেন।
[৪] সেখানে তিনি লিখেছেন এই লগোটা এক্স হ্যান্ডেলের হলে কেমন হবে।
[৫] অনেকেই মনে করছেন মাস্ক মনে হয় এক্স লগোর পরিবর্তন করতে যাচ্ছেন।
[৬] নতুন লগোতে দেখা যায় হালকা লাল ও হালকা নীল ক্যানভাসে দুটি দুয়েল পাখি দুজনকে ক্রস করে দুই দিকে বসে আছে।