টাইব্রেকারে মেসির শট মিসে ডোমিঙ্গেজের সৌভাগ্য
বিশ্বজিৎ দত্ত : [১] শট মিস হওয়ার পরপর ইকুয়েডরের গোলরক্ষক আলেকজান্ডার ডোমিঙ্গেজ সামনে এগিয়ে এসে মেসির মাথায় আলতো করে একটা চুমু খেলো। এরপরে তার কাধে হাতটা দিয়ে সান্তনা দিলো।
[২] ডোমিঙ্গোজের এই চমু খাওয়ার ছবি স্যোসাল মাধ্যমে ভাইরাল হয়েছে।
[৩] ডোমিঙ্গেজ এখন সারাজীবন বলতে পারবে, মেসির প্রতিপক্ষ হিসেবে আমি গোলবার সামলেছি। সর্বকালের অন্যতম সেরা একজন ফুটবলারকে দেখেছে টাইব্রেকারে আমার বিপক্ষে শট নিতে। তার সেই শট মিস হওয়ার দুর্লভ মুহূর্ত আমি সামনে থেকে দেখেছি।শটটা মিস না করলে হয়তোবা এমন ক্ষণ আমার জীবনে আসতো না।
[৪] মেসি তার ক্যারিয়ারে যে ৩১টি শট মিস করেছে তার একটি ছিল আমার বিপক্ষে। আমার জীবন আজ স্বার্থক। শুধু গোল করা বা করানোই না, মেসির মিস করার দৃশ্য দেখাও আসলে অনেকের জন্য সৌভাগ্য।