মুন্সীগঞ্জ প্রতিনিধি : [১] মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় গুলি করে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে। গতকাল রোববার পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। [২] টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব আলী জানান, নিহত সুমন হালদার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। [৩] তিনি বলেন, সুমন হালদারের কাছের একজন নুর মোহাম্মদ। তিনিই তাকে গুলি করে হত্যা করেছেন। [৪] গুলিবিদ্ধ সুমন হালদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। [৫] এর আগে গতকাল রাত ১০টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।