• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

সকাল থেকে স্ত্রী নিখোঁজ, এ দিক-সে দিক খোঁজাখুঁজির পর মিলল অজগরের পেটে

প্রকাশের সময় : July 8, 2024, 9:19 pm

আপডেট সময় : July 8, 2024 at 9:19 pm

বিশ্বজিৎ দত্ত : [১]বাড়ি থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন তিনি। বেলা গড়িয়ে যাওয়ার পর সারিয়াতির স্বামী আদিআনসয়া বাড়ি ফিরে দেখেন যে, সারিয়াতি এখনও বাড়ি ফেরেননি।
[২] স্ত্রীর খোঁজ করতে করতে বাড়ির কাছে জঙ্গলের দিকে যান তরুণ। কিছু দূর হাঁটার পরেই মাটিতে দেখতে পান তাঁর স্ত্রীর জুতো। আর একটু এগিয়ে যাওয়ার পর দেখেন, জঙ্গলে শুয়ে রয়েছে একটি বিশালাকৃতির অজগর।
[৩]তার পেটের অংশ ফুলে রয়েছে। সন্দেহ হওয়ায় অজগরের পেট কেটে ফেলেন তরুণ। সেখান থেকেই উদ্ধার হয় তাঁর স্ত্রীর দেহ। মঙ্গলবার ঘটনাটি ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামে ঘটেছে। মৃতার নাম সারিয়াতি (৩৮)।

[৪] সন্দেহ হওয়ায় গ্রামবাসীদের সাহায্যে অজগরের পেট কেটে ফেলেন আদিআনসয়া। সেখান থেকে উদ্ধার হয় সারিয়াতির দেহ। সমাজমাধ্যমে সেই অজগরের ভিডিয়ো ছড়িয়ে পড়ে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)