জবি প্রতিনিধি : [১] প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ের সড়কে অবস্থান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
[২] গতকাল বুধবার দুপুর ৩টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মিছিলটি রায়সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড়ের দিকে অগ্রসর হতে থাকে। পরে গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ের সড়কে অবস্থান করে শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে আটকে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষজন।
[৩] আন্দোলনকারীরা জানায়, আমাদের দাবি মানা না হলে পুরো পুরান ঢাকাকে অচল করে দেব। স্বাধীনতার ৫৩ বছরে এসে আমাদের কোনো কোটা আন্দোলন করতে হবে?
[৪] তারা আরও বলেন, আমরা সর্বোচ্চ ৫% কোটার কথা প্রস্তাব করেছি। এক্ষেত্রে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানী ও সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে অধিক সুবিধা দেওয়া প্রয়োজন হলে আমরা সেটিকে শতভাগ সমর্থন করি।
[৫] আন্দোলনকারী শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে। যখনই সরকার কিংবা নির্বাহী বিভাগ কোনো ত্রুটিমুক্ত নির্বাহী আদেশ বা পরিপত্র জারির মাধ্যমে দ্রুততম সময়ে কমিশন গঠন করার নির্দেশ দিবেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন তখনই আমরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে আসবো।
[৬] এদিকে গতকাল বুধবার সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ।