বিশ্বজিৎ দত্ত : [১]তামিলনাড়ুর থুথুকুদি জেলার বাসিন্দা পন মারিয়াপ্পা পেশায় একজন নাপিত। তিনি একটি অভিনব ভাবনাকে বাস্তবায়ন করেছেন।
[২]তিনি তার দোকানে টিভি রাখার পরিবর্তে একটি মিনি-লাইব্রেরি স্থাপন করেছেন। যেখানে মানুষ খবরের কাগজ ও ম্যাগাজিনের পাশাপাশি বই পড়তে পারবেন সময় অপচয় না করে। [৩] সেলুনের ভিতরে মোবাইল নিষিদ্ধ। আবার যারা বই পড়বেন তাদের জন্য ৩০% ছাড়ও রয়েছে।
[৪]লোকজনকে বই পড়ার উৎসাহ যোগাতে এই ব্যবস্থা করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।