মো. আখতারুজ্জামান : [১] র্সাকভুক্ত দশেে স্থানীয় মুদ্রা বাণজ্যিে র্অথনতৈকি স্থতিশিীলতা, প্রবৃদ্ধি এবং আঞ্চলকি সহযোগতিার অপার সম্ভাবনা রয়ছেে বলে মন্তব্য করছেনে বাংলাদশে ব্যাংকরে গর্ভনর আব্দুর রউফ তালুকদার। [৩] গতকাল শুক্রবার নগরীর রডেসিন ব্লুর মোহনা হলে বাংলাদশে ব্যাংকরে উদ্যোগে আয়োজতি ট্রডেংি ইন লোকাল কারন্সেসি প্রবলমেস অ্যান্ড প্রসপক্টেস ফর দ্য র্সাক কাউন্ট্রসি র্শীষক শরিোনামে আয়োজতি সমেনিারে এই কথা বলনে গর্ভনর। [২] তনিি বলনে, স্থানীয় মুদ্রা চালুর ক্ষত্রেে সহযোগতিামূলক প্রচষ্টো, নীতি উদ্ভাবন এবং কৌশলগত চুক্তরি মাধ্যমে আরও স্থতিস্থিাপক এবং সমন্বতি আঞ্চলকি র্অথনীতরি পথ প্রশস্ত করা সম্ভব। র্সাকভুক্ত দশেে স্থানীয় মুদ্রায় বাণজ্যি করলে র্অথনীতি আরও শক্তশিালী হব।ে [৪] সমেনিারে প্রধান অতথিরি বক্তব্যে আব্দুর রউফ তালুকদার আরও বলনে, আর্ন্তজাতকি বাণজ্যিে র্মাকনি ডলার র্দীঘসময় ধরে আধপিত্য বরিাজ করে আসছ।ে বাণজ্যিরে প্রায় ৪০ শতাংশ লনেদনে এ মুদ্রার মাধ্যমে হয়ে আসছ।ে কন্তিু ভূরাজনতৈকি উত্তজেনা ও র্অথনীতি নষিধোজ্ঞার আলোকে এবং ভারসাম্যহীনতার ফলে অনকে দশে একটি একক মুদ্রার ওপর নর্ভিরশীল না থকেে বকিল্প পথ খুজে বরে করার জন্য চষ্টো করছ।ে [৫] র্সাকভুক্ত দশেগুলোর মধ্যে স্থানীয় মুদ্রায় লনেদনে করলে র্মাকনি র্অথনীতরি ওপর থকেে নর্ভিরশীলতা কমে আসবে বলে মনে করনে গর্ভনর। তনিি বলনে, এটি বাস্তবায়ন করা গলেে র্সাকভূক্ত দশেগুলোর মধ্যে র্অথনতৈকি স্থতিশিীলতা বাড়বে এবং বনিমিয় ঝুঁকি ও লনেদনেরে খরচ কমব।ে [৬] নজিস্ব মুদ্রায় বাণজ্যি চালনা করলে আমরা আমাদরে র্অথনীতকিে শক্তশিালী করতে পার।ি স্থানীয় বাণজ্যিরে ক্ষত্রেে অনকে চ্যালঞ্জে রয়ছে।ে তারমধ্যে প্রধান চ্যালঞ্জে হলো অংশগ্রহণকারী দশেগুলোর মধ্যে শক্তশিালী দ্বপিাক্ষকি চুক্তি এবং সহযোগতিার কাঠামো প্রতষ্ঠিা করা। সক্ষেত্রেে স্থানীয় মুদ্রার স্থতিশিীলতা ও রুপান্তরযোগ্যতা নশ্চিতি করতে হবে এবং বাণজ্যিে ভারসাম্য বজায় রাখতে হব।ে
[৭] সমেনিারে বশিষে অতথিি ছলিনে রর্জিাভ ব্যাংক অব ইন্ডয়িার চফি জনোরলে ম্যানজোর আদত্যি গায়হা, র্অথ মন্ত্রণালয়রে সচবি ড. মো. খায়রেুজ্জামান মজুমদার, বাংলাদশে ব্যাংকরে ডপেুটি র্গভনর ড. মো. হাববিুর রহমান, নর্বিাহী পরচিালক সায়রো ইউনুস। এছাড়াও সমেনিারে বাংলাদশে ব্যাংক ও কর্মাশয়িাল ব্যাংকরে র্কমর্কতারা উপস্থতি ছলিনে।