দেশে এনজিও’র ক্ষুদ্র ঋণ আদায়ের হার সাড়ে ৯৫ শতাংশ
সোহেল রহমান : [১] দেশে ব্যাংক খাতে যেখানে প্রতিনিয়তই বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে পড়ছে, সেখানে ক্ষুদ্র ঋণ বিতরণকারী বেসরকারি সংস্থাগুলোর ঋণ আদায়ের হার ঈর্ষণীয়। ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের গৃহীত ঋণের নিয়মিত আদায় হার প্রায় সাড়ে ৯৫ শতাংশ।
[২] অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা যায়, গত পঞ্জিকা বছরে (২০২৩ সাল) দেশে ক্ষুদ্র ঋণ বিতরণকারী সাতটি প্রধান বেসরকারি সংস্থা (এনজিও) মোট ১ লাখ ৩০ হাজার ১৩৩ কোটি ৪৩ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। এর বিপরীতে একই বছরে মোট ঋণ আদায় করেছে ১ লাখ ২৪ হাজার ২৪৩ কোটি ৩৭ লাখ টাকা (আদায়ের হার ৯৫ দশমিক ৪৭ শতাংশ)।
[৩] অর্থ বিভাগ জানায়, এ পরিসংখ্যান এনজিওগুলোর পৃথক পৃথক নিজস্ব প্রতিবেদন সূত্রে প্রাপ্ত।
[৪] অর্থ বিভাগ সূত্রমতে, ক্ষুদঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ২০০৬ সালে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের গত ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৮৯২টি প্রতিষ্ঠানকে ঋণ কার্যক্রম পরিচালনার সনদ দেয়া হয়েছে। অন্যদিকে নানা অনিয়মের অভিযোগে একই সময় পর্যন্ত ১৫৫টি প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হয়েছে। এতাস্থায় বর্তমানে দেশে ৭৩৭টি প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠান থেকে সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা প্রায় ৪ কোটির অধিক এবং এদের ৯০ শতাংশই নারী।
[৫] সূত্র জানায়, ক্ষুদ্র ঋণ খাতে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যাংক খাতের মত এ খাতে মাইক্রোফাইন্যান্স-ক্রেডিট ইনফরমেশন ব্যুরো’র পাইলটিং কাজ শেষ হয়েছে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
[৬] অর্থ বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ক্ষুদ্র ঋণ বিতরণকারী সাতটি প্রধান এনজিও’র মধ্যে রয়েছেÑ ব্র্যাক, আশা, ব্যুরো বাংলাদেশ, টিএমএসএস, শক্তি ফাউন্ডেশন, প্রশিকা ও কারিতাস।
[৭] এর মধ্যে গত ২০২৩ সালের পঞ্জিকা বছরে (জনিুয়ারি-ডিসেম্বর পর্যন্ত) ব্র্যাক মোট ৬৮ হাজার ৬২১ কোটি ৪ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। এর বিপরীতে একই বছরে ঋণ আদায় করেছে ৬৪ হাজার ১৩২ কোটি ৪৫ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ৮৮ লাখ ৮ হাজার ৩৩৯ জন।
[৮] গত পঞ্জিকা বছরে আশা মোট ঋণ বিতরণ করেছে ৩১ হাজার ৬৬৫ কোটি ৪ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ৩২ হাজার ৪৯৯ কোটি ৭৪ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ৭০ লাখ ৯৭ হাজার ৭৩১ জন।
[৯] গত পঞ্জিকা বছরে ব্যুরো বাংলাদেশ মোট ঋণ বিতরণ করেছে ১১ হাজার ৩২০ কোটি ৮৮ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ৯ হাজার ৩৭৯ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ২৫ লাখ ৩৩ হাজার ৭৬৯ জন।
[১০] গত পঞ্জিকা বছরে টিএমএসএস মোট ঋণ বিতরণ করেছে ৮ হাজার ৮৫৭ কোটি ৪০ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ৮ হাজার ৯৬ কোটি ৩ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ৫৭১ জন।
[১১] গত পঞ্জিকা বছরে শক্তি ফাউন্ডেশন মোট ঋণ বিতরণ করেছে ৩ হাজার ৮৩৫ কোটি ৮৪ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ৩ হাজার ৪০২ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ১০৩ জন।
[১২] গত পঞ্জিকা বছরে প্রশিকা মোট ঋণ বিতরণ করেছে ২ হাজার ২৭৮ কোটি ৭৯ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ২ হাজার ১৬২ কোটি ৬৮ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ৪০৭ জন।
[১৩] গত পঞ্জিকা বছরে কারিতাস মোট ঋণ বিতরণ করেছে ৯৩৯ কোটি ১৭ লাখ টাকা। এর বিপরীতে আদায় করেছে ৮৮০ কোটি ১৩ লাখ টাকা। আলোচ্য বছরে নারী-পুরুষ মিলিয়ে মোট সুবিধাভোগী বা ঋণ গ্রহীতার সংখ্যা ১১ হাজার ৫৩৬ জন।