নিজস্ব প্রতিবেদক : [১] পেঁয়াজসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
[২] এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের এক আয়োজনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে এ অনুরোধ জানান তিনি। [৩] বাংলাদেশে তিস্তা প্রকল্পের জন্য কারিগরি দল প্রেরণের বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।
[৪] বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য ভারতকে সাধুবাদ জানানোর পাশাপাশি ত্রিপক্ষীয় উদ্যোগে ভারতের গ্রিড ব্যবহার নেপাল থেকে বিদ্যুৎ আনার ব্যবস্থা নেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। [৫] ব্রিকসের বাংলাদেশে সদস্য হওয়ার বিষয়ে ভারতের সহযোগিতাও চেয়েছেন তিনি। [৬] প্রধানমন্ত্রীর সঙ্গে চীন সফর শেষে বুধবার রাতে বেইজিং থেকে দিল্লির উদ্দেশে রওনা হন পররাষ্ট্রমন্ত্রী।
[৭] পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় বিমসটেক রিট্রিট সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং আসন্ন ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনকে সফল ও ফলপ্রসূ করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছেন। নেপালের প্রতিনিধিত্ব করছেন তাদের পররাষ্ট্র সচিব। [৮] আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আঞ্চলিক এই জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সংযোগ এবং নীল অর্থনীতির ক্ষেত্রে কার্যকর সহযোগিতার ওপর জোর দেন।
[৯] মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন হাছান। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।