কাইসার আহমেদ
আম্বানির ছেলের বিয়ের রিল্স আর ভিডিওতে, যেন সোশ্যাল মিডিয়ায় এক বিকট ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেছে! অনেকেই বলছেন, মুকেশ আম্বানি ছেলের বিয়েতে এতো বিশাল টাকা অপচয় করছে কেন? আসলে ব্যাপারটা মোটেই তা নয়!
এটি আম্বানি পরিবারের একটি ধুরন্ধর ব্যবসায়িক মাস্টারপ্ল্যান! বলা হচ্ছে, বিয়েতে এক বিলিয়ন ডলার খরচ করার রিটার্ন হিসাবে, আম্বানি পরিবার আরো একবিলিয়ন ডলার ‘প্রফিট’ করবে, ছেলের বিয়ে বিজনেস থেকে!
গুজরাটি এরা জাত ব্যবসায়ী! এরা খুবই কৃপণ লোক! কিন্তু যেখানেই দেখবে ব্যবসা আছে, সেখানে তারা দেদারসে পয়সা ঢালতে কার্পণ্য করেনা! আরেকটা মিল আছে, হিন্দু ও মুসলিম গুজরাটিদের মধ্যে! সেটি হলো, তারা উভয়ই শুধু মন্দির মসজিদ নির্মাণে বিশাল বড়ো দানশীল হয়ে উঠে! অর্থাৎ এদের মাথায়, মরার পরেও সেই একই ব্যবসায়িক ধান্দা কাজ করে! হুর অথবা অপ্সরী ভাগ্যকে যেকোনো মূল্যে সুনিশ্চিত করা চাই!!..