পারভেজ আলম
এই যে আম্বানিদের বিয়ার প্রদর্শনী। এইটাকে কী বলবেন? আমি জানি যে অনেকেই এদের এইসব কাজকামকে ফকিন্নিপনা, ছোটলোকী ইত্যাদি বলবেন। কিন্তু দেখেন, এরাতো বড়লোক। অথচ এদেরকে আপনারা গালি দিতে চান ছোটলোক বলে।
বাস্তবে, আম্বানিরাই হলেন দক্ষিণ এশিয়ার বুর্জোয়া বা বড়লোকদের সর্বোচ্চ সীমা। বহু ফকির ফকিন্নি আছেন যারা রুচি ও কালচারের দিক থেকে আম্বানিদের চাইতে অনেক উপরের দিকে আছেন। এবং ধরেন, আপনারা যারা এসব গালি দিতে ভালোবাসেন, আপনাদের চাইতে অনেক ছোটলোক (আই মিন অর্থ সম্পদ, বংশ পরিচয়, ও পোশাকের দিক থেকে) আছেন দক্ষিণ এশিয়ায় – যারা রুচি ও কালচারে আপনাদের চাইতে উন্নত। বিয়েশাদি, পার্টি, আনন্দ উল্লাশে, ফ্যাশনে, শিল্পরুচিতে যে আপনারা একেকটা ছোট ছোট আম্বানি- সেইটা দেখার মতো চোখ কি আমাদের নাই?
আপনাদের এই অবস্থার কারনেই আমি আজকাল এতোটা সোৎসাহে এবং সরাসরি ফকিরি, প্রলেতারিয়ান, সাবঅল্টার্ন বা ছোটলোকি সাবজেক্টিটিভিকে ভেলোরাইজ করার চেষ্টা করী। কারন রুলিং ক্লাস হিসাবে আপনাদেরকে প্রতিস্থাপিত করাটা দক্ষিণ এশিয়ার ছোটলোক বা সাবঅল্টার্নদের জন্যে আসলে অতো কঠিন কিছু না। তাদের যাস্ট নিজেদের সাবজেক্টিভিটিকে আকড়ে ধরতে হবে। আত্মঘৃণা ছাড়তে হবে।
যেইদিন থেকে লোকেরা আম্বানিদেরকে ছোটলোক না বলে বড়লোক বলে গালি দিবে, সেইদিন থেকে আপনাদের মতাদর্শিক পরাজয়টি শুরু হবে।