• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতি, ধরপাকড়ে বাংলাদেশি আটক

প্রকাশের সময় : July 14, 2024, 3:35 pm

আপডেট সময় : July 14, 2024 at 3:35 pm

অর্থনীতি ডেস্ক : [১] বর্তমানে কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য পছন্দের শীর্ষে ইউরোপের দেশ ইতালি। কিন্তু সেখানেও এবার স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগ উঠেছে। জানা গেছে, ভিসা জালিয়াতির অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতালি নাগরিকের পাশাপাশি আছেন বাংলাদেশিও।
[২] অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তালিকার বাইরের অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিয়েছে চক্রটি। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি আরও জানান, অসাধু এই চক্রটি শুধু ভিসা জালিয়াতি নয়, যুক্ত আছে মানি লন্ডারিংয়ের সঙ্গেও।
[৩] প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়েচড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে শুরু হয় ব্যাপক অভিযান। অত্যন্ত গোপনীয় এ অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় ৪৪ জনকে। এরমধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দি এবং সাতজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়।
[৪] সূত্র বলছে, ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতালীয় নাগরিকের পাশাপাশি রয়েছে বেশ কয়েকজন এশীয় ও আফ্রিকান। এ তালিকায় বাংলাদেশির নামও রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
[৫] ধরপাকড়ের পর তাদের কাছ থেকে চাঞ্চল্যকর সব তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও আইনজীবীরা। তাদের তথ্যমতে, অস্তিত্বহীন ও ভুয়া নথিপত্র দিয়ে বিপুল অর্থের বিনিময়ে প্রায় আড়াই হাজার স্পন্সর ভিসা দেয়া হয়েছে। শুধু তাই নয়, ওই চক্রটির সঙ্গে যুক্ত আছেন সরকারি আমলারাও।
[৬] অভিযান শেষে দালালদের কাছ থেকে নগদ প্রায় ছয় মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। শুধু এই চক্রটি নয় আরও বিভিন্ন প্রতারক চক্রকে ধরতে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
[৭] অন্যদিকে, দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত না হতে চাইলে অবৈধ লেনদেন ও প্রতারণার পথে পা না বাড়ানোর পরামর্শ ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির। সূত্র : কালবেলা

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)