নিজস্ব প্রতিনিধি : [২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের সব জায়গায় চিকিৎসা সংকট আছে। সংকট কাটানোর জন্য নতুন করে কিছু চিকিৎসক নেওয়ার প্রক্রিয়া চলছে। [৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশা করি, সংকট কাটিয়ে উঠতে পারবো। এজন্য আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আমার একটি ধারণা হচ্ছে কোথায় কী প্রয়োজন। তারপরে ঢাকায় গিয়ে আমি সেটি সমাধান করার চেষ্টা করবো। [৪] গতকাল শনিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এসময়ে স্বাস্থ্যমন্ত্রীকে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের আসার আগ্রহ কম থাকার বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি যদি চিকিৎসককে বাসস্থান ঠিকভাবে দিতে পারি, নিরাপত্তা দিতে পারি তাহলে তারা মফস্বল শহরে আসবেন, আমি আসতে বাধ্য করবো।
[৫] এখন অধিকাংশ জায়গায় মেয়েরা কাজ করেন। তাদের নিরাপত্তা প্র্রয়োজন, ভালো বাসস্থান প্রয়োজন। কমিউনিটি ক্লিনিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটির ওপর জোর দেওয়ার চেষ্টা করছি। কারণ, কমিউনিটি ক্লিনিককে স্বাবলম্বী করতে পারলে উপজেলা, জেলা সব জায়গায় ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
[৬] পরিদর্শন কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মো. খোরশেদ আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাকারিয়া, সিভিল সার্জন ডাক্তার বোরহান-উল ইসলাম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। [৭] আমাদের নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী গতকাল শনিবার নীলফামারীর সংগলশী ইউনিয়নের দীঘলডাঙ্গিতে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পর্যায়ক্রমে সারা দেশের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। [৮] ডা. সামন্ত লাল সেন আরও বলেন, নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের জমি অধিগ্রহণ সমস্যার সমাধান হয়েছে। খুব শিগগিরই অন্যান্য সমস্যার সমাধান করা হবে।
[৯] এসময়ে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়।
[১০] রংপুর স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. এ.বি.এম. আবু হানিফ, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, পুলিশ সুপার মোকবুল হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।