শাহীন খন্দকার : [১] মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উওর প্রদেশ, বিবাহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। [২] এদিকে সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। (১৪জুলাই) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল রবিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়েছিলো। আজ সোমবার দিনের তাপমাত্রা বাড়বে,অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা। আগামীকাল মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। [২] আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আরও জানিয়েছেন,আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল রবিবার (১৪ জুলাই) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। [৩] আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
[৪] সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে অধিকাংশ সময় তা অপরিবর্তিত থাকতে পারে।
[৫] দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
[৬] গতকাল রবিার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
[৭] এদিকে গতকাল ঢাকায় সূর্যাস্ত গেছে সন্ধ্যা ০৬.৪৯ মিনিটে আর আজ সোমবার সূর্যউদয় হবে ০৫.২০ মিনিটে। সারা দেশের তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরির্বতিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থা এসময়ের শেষের দিকে বৃষ্টিপাতাতের প্রবনতা বৃদ্ধিপেতে পারে।