সোহেল রহমান : [১] সর্বজনীন পেনশন স্কিমে জনসাধারণকে অংশগ্রহণে আগ্রহী করা এবং জনগণের দোরগোড়ায় নিবন্ধন সেবা পৌঁছে দিতে সারাদেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)-এর উদ্যোক্তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জনসাধারণকে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিনামূল্যে সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশনে প্রয়োজনীয় সহায়তার জন্য ইউডিসি উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছে সরকার।
[২] আর প্রতিটি রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউডিসি উদ্যোক্তা ফি হিসাবে পাবেন ১৫ টাকা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দকৃত সরকারি বাজেট থেকে এ অর্থ দেয়া হবে। উদ্যোক্তার মোট প্রাপ্য ফি মাসিক ভিত্তিতে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে তার নিজস্ব ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেয়া হবে এবং এর জন্য কোন বিল দাখিল করতে হবে না।
[৩] অতি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। [৩] সর্বজনীন পেনশন স্কিমসমূহে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রমে সহায়তাকারী হিসেবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)-এর উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ শীর্ষক পরিপত্রে বলা হয়েছে, প্রতিটি ইউডিসি সেন্টারে বিনামূল্যে সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন সহায়তা প্রদান করা হয়Ñ মর্মে ব্যানার দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ও কাগজপত্রের তালিকা ব্যানারে উল্লেখ থাকতে হবে। ইউডিসি উদ্যোক্তা আবেদনকারীর জন্য প্রযোজ্য পেনশন স্কিম সম্পর্কে নিশ্চিত হয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণের ব্যবস্থা নেবেন এবং ফরম পূরণের সময় ইউডিসি উদ্যোক্তারা আবশ্যিকভাবে নিজ নিজ উদ্যোক্তা কোড নম্বর নির্ধারিত ফিল্ডে উল্লেখ করতে হবে। ইউডিসি উদ্যোক্তারা সর্বজনীন পেনশন স্কিমে চাঁদাদাতার কোন তথ্য কোনভাবেই অন্য কারো কাছে প্রকাশ কিংবা হস্তান্তর করতে পারবেন না।
[৪] পরিপত্রে বলা হয়, উদ্যোক্তারা রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর অটো জেনারেটেড রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট করে আবেদনকারীকে দেবেন এবং পেনশন আইডি’র বিপরীতে পাসওয়ার্ড তৈরির বিষয়ে ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা এবং প্রতি মাসে কত তারিখে চাঁদার টাকা জমা দিতে হবে সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। একই সঙ্গে মাসিক চাঁদা পরিশোধের বিভিন্ন মাধ্যম (ব্যাংক হিসাব, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট ও ক্রেডিট কার্ড ইত্যাদি) সম্পর্কে অবহিত করতে হবে।