রফিকুল ইসলাম রফিক, কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালী উপজেলায় মঙ্গলবার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ ১১০ টাকা কেজি, রসুন ২৩০ টাকা, আদা ৪০০ টাকা, কাঁচা মরিচ ৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আলু ৬০ টাকা, করল্লা ১৩০ টাকা, কাকরোল ১০০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, শসা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুর গাটি ৮০ টাকা কেজি।
বালাম চাল ৬০ টাকা কেজি, বুলেট ৫৮ টাকা, দেশি মোটা ৬০ থেকে ৬৫ টাকা, মিনিকেট ৮২ টাকা, পাইজাম ৫২ টাকা। ফার্মের ডিম প্রতিহালি বিক্রি হচ্ছে ৫০ টাকা, হাঁসের ডিম ৭০ টাকা। গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১১০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ইলিশের কেজি ২০০০ হাজার টাকা, দেশি চিংড়ি মাছ ১০০০ টাকা, দেশি তাপসী মাছ ১২০০ টাকা, পোয়া মাছ ৭০০ টাকা, বেইলা মাছ ৮০০ টাকা, বড় চিংড়ি ১৫০০ টাকা, রুই ও কাতল ৪৫০ থেকে ৫০০ টাকা।