• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

লিড ৩

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : July 24, 2024, 11:18 pm

আপডেট সময় : July 24, 2024 at 11:18 pm

সোহেল রহমান : [১] বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
[২] তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ভর করে বিএনপি-জামাত নাশকতা চালিয়েছে এবং পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এরপরও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে সবজির দাম কমে আসবে।
[৩] মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার এবং মোহাম্মদপুর চালের পাইকারি কৃষি বাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। [৪] বাজার পরির্দশনকালে বাণিজ্য প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। [৫] মোহাম্মদপুর চালের পাইকারি কৃষি বাজার পরিদর্শনের সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন যে, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে চাল পরিবহনের সমস্যা হচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী ওই তিন জেলার জেলা প্রশাসককে তাৎক্ষণিক ফোন করেন এবং খাদ্যপণ্য বহনকারী যান চলাচলে সহযোগিতা করার নির্দেশ দেন। [৬] তিনি বলেন, এছাড়া খাদ্যপণ্যবাহী যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। খাদ্যপণ্য পরিবহনের ক্ষেত্রে কোন ভোগান্তি যাতে না হয়, সেজন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। খাদ্যপণ্য পরিবহনের সময় কোনো ধরনের সমস্যা হলে সেখানে অভিযোগ করার অনুরোধ করেন তিনি।
[৭] বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের কোন সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ পণ্য রয়েছে। পণ্যের সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে ইতোমধ্যে বন্দর খুলে দেয়া হয়েছে।
[৮] বাজার পরিদর্শনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান এবং সরকারি বিপণন সংস্থা টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল উপস্থিত ছিলেন।
[৯] টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল বলেন, ইন্টারনেট সেবা চালু হলে টিসিবি’র খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)