কুষ্টিয়া প্রতিনিধি : [১] দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর থেকে গেলো এক সপ্তাহে চাল সরবরাহ ব্যাহত হলেও স্থানীয় প্রশাসনের সহায়তায় তা কাটতে শুরু করেছে।
[২] গতকাল বুধবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে চাল সরবরাহ করা হচ্ছে। ব্যাপক নিরাপত্তায় গত মঙ্গলবার প্রায় দেড়শ ট্রাক চাল দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়েছে।
[৩] কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিকরা জানিয়েছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় দুশ্চিন্তা কমেছে তাদের। গেল এক সপ্তাহের অস্থিরতায় চাল সরবরাহ ব্যাহত হয়।
[৪] তবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ১৫০ ট্রাকে প্রায় ৩ হাজার টন চাল পাঠানো হয়েছে। তাদের আশা, অচিরেই সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হবে। স্থিতিশীল হবে চালের বাজার।
[৫] চাল পরিবহন করা আনোয়ার হোসেন নামে এক ট্রাক চালক বলেন, কোম্পানি বলেছে, র?্যাব-পুলিশ আপনাদের সহযোগিতা করবে, যতদূর আপনারা যাবেন র?্যাব-পুলিশ আপনাদের পর্যায়ক্রমে সহযোগিতা করবে।
[৬] আসলাম নামের আরেক চালক বলেন, এই মুহূর্তে চাল পরিবহন করার জন্য সরকার আমাদের পুলিশ, র?্যাব, বিজিবির মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করেছে। দেশ এগ্রো চালকল মালিক এমএ খালেক বলেন, সরকারের সার্বিক সহযোগিতায় এই পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়েছি। যাতে তৃণমূলের ভোক্তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
[৭] কুষ্টিয়া অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক বলেন, ভোক্তারা যাতে খাদ্য দ্রুত পায় সে জন্য আমরা জান-মালের ঝুঁকি নিয়ে ভোক্তার কাছে চাল সরবরাহের চেষ্টা করে যাচ্ছি।
[৮] এদিকে ব্যবসায়ী এবং পরিবহন খাতের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
[৯] কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, যতদিন এরকম চাহিদা থাকবে, ততদিন আমরা এ ধরনের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই সরবরাহ লাইনটা ঠিক রাখব। যাতে কোনোভাবে ব্যবসায়ী ও মানুষের চাহিদা ক্ষতিগ্রস্ত না হয়।
[১০] কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) এহেতেশাম রেজা বলেন, চালবাহী ট্রাক এখান থেকে ঢাকায় পৌঁছাবে, এ জন্য আমরা স্কট করে আমরা আমাদের জেলা পার করে দেব। এ নিয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলেছি, পথে যে জেলাগুলো পড়বে সকল জেলা থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে।