আনিসুর রহমান তপন : [২] ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হচ্ছে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে আগামী জানুয়ারিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, পররাষ্ট্রমন্ত্রী এ্যান্থনি ব্লিনকেন ও নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান চাকরি হারাতে পারেন। আরটি
[৩] ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, কমলা হ্যারিস তার পছন্দের মত পররাষ্ট্রনীতি গ্রহণ করতে ঘনিষ্টজনদের নিয়োগ দেবেন। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়ার ক্ষেত্রে নতুন কিছু শর্ত দিতে পারেন কমলা হ্যারিস।
[৪] আরব আমেরিকান ইনস্টিটিউট ফাউন্ডার জিম জগবি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, গত অক্টোবরে তিনি টেলিফোনে কমলা হ্যারিসের সঙ্গে কথা বলেন। তার কাছে মনে হয়েছে যে ফিলিস্তিনিদের ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে কমলা হ্যারিস অধিক সমবেদনা পোষণ করেন। এমনকি হোয়াইট হাউসে অন্যান্যের চেয়ে ফিলিস্তিনিদের প্রতি কমলার বেশি সমব্যথি।
[৫] এনবিসি নিউজ অনুসারে কমলা হ্যারিস এমন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চান যা গাজায় ফিলিস্তিনিদের প্রতি মার্কিনীদের অধিক সমবেদনা এনে দেবে। [৬] হ্যারিসের সম্ভাব্য প্রশাসনে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারেন ফিলিপ গর্ডন। তিনি এখন হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ক্লিনটন ও ওবামা প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফিলিপের।