শাহীন খন্দকার : [১] রাজারবাগ পুলিশ হাসপাতালে রাজধানীসহ সারাদেশে সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সারা দেশের বিভিন্ন স্থানে তান্ডব চালিয়েছে দুষ্কৃতিকারীরা। [২] দুস্কৃতকারীদের তান্ডবে সারাদেশে আহত পুলিশ সদস্যদের দেশের বিভিন্ন্ পুলিশ হাসপাতলসহ সরকারী-বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালেই ভর্তি আছেন ৬৯ জন পুলিশ। [৩] গতকাল বুধবার রাজারবাগ পুলিশ হাসপাতালে সরেজমিনে ঘুরে দেখা গেছে ,আহত পুলিশ সদস্যদের মধ্যে কারোর পুরো মাথা ব্যান্ডেজ মোড়ানো, পিঠসহ বুকের এবং দুই হাতের প্রায় পুরোটাই জখম হয়ে আছে। আহতদের মধ্যে কেউ তেমন কথা বলতে পারছেন না। আহতদের শরীরের ওপর দিয়ে ভয়ানক তান্ডব চালিয়েছে, দেখেই বুজাযাচ্ছে। [৪] কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে এ হাসপাতালে চিকিৎসা নেওয়া পৌনে তিনশত পুলিশ সদস্যের একজন বেডে শুয়ে থাকা পুলিশের এসআই আব্দুল আল কাইয়ুমের সঙ্গে কথা হলে তিনি জানান, শান্তিপূর্ণভাবে ডিউটিরত অবস্থায় দুস্কৃতকারীরা তার ওপর অর্তক্রিত আক্রমণ করে। এর পরে আর তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।
[৫] পুলিশ সদর দপ্তর সুত্রে জানা গেছে, দুর্বৃত্তদের হামলায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১১৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ১৩২ জন গুরুতর আহত। হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে তিনজন পুলিশ সদস্যের। রাজারবাগ পুলিশ হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দীসহ অন্যান্য হাসপাতালে অনেক পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন। [৬] রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও পরিদর্শন) মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, শুধু রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৭৭ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে এসেছেন। তাদের মধ্যে ৮৩ জনকে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ৬৯ জন ভর্তি রয়েছেন। আহতদের বেশির ভাগেরই মাথায় আঘাত করেছে দুর্বৃত্তরা।[৭] হাসপাতালের নবম তলায় সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন নরসিংদীর ইটাখোলা হাইওয়ে থানায় কর্মরত পুলিশ সদস্য মাহফুজুর রহমান। রাজারবাগ পুলিশ হাসপাতাল ও ডিএমপিতে কর্মরত একাধিক পুলিশ সদস্য বলেন, পুলিশের ওপর এমন হামলা কখনো দেখেননি তারা ।
[৮] বেশির ভাগেরই মাথায় আঘাত করা হয়েছে। এমনকি ডিউটিতে না থাকলেও পুলিশ পরিচয় জানলে হামলা করা হয়েছে। এদিকে নিহত পুলিশ সদস্য নারায়ণগঞ্জের পিবিআইয়ে কর্মরত এসআই মাসুদ পারভেজ রাজধানীর বনশ্রী এলাকায় দুবৃত্তদের হামলার শিকার হোন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ীতে পিটিয়ে হত্যা করা হয়েছে গিয়াস উদ্দিনকে এবং ট্যুরিস্ট পুলিশের এএস আই মুক্তাদিরকে হত্যা করা হয়েছে রামপুরা থানাধীন এলাকায়। পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, দুর্বৃত্তদের হামলায় পুলিশের ২৩৫টি স্থাপনা ভাঙচুর ও ২৮১টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুবৃত্ত ও হামলাকারীরা।