আমিনুল ইসলাম : [১] চলামান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের করণিয় নির্ধারণে আজ রোববার সকাল ১১টায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীনর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
[২] এছাড়া বৈঠকে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
[৩] সভায় বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য এফবিসিসিআই’র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।