মাসুদ মিয়া : [১] চলমান পরিস্থিতিতে ব্যাংক আগামী তিন দিন (আজ থেকে ৩০ জুলাই) পাঁচ ঘণ্টা করে চলবে।
[২] গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।
[৩] এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় আজ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
[৪] এদিকে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, রোব থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস চলবে। আদালতের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্ট বলে জানান তিনি।
[৫] এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত রোব ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।
[৬] দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।
[৭] শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করল সরকার।