সোহেল রহমান : [১] অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক প্রণীত পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (পিএফএম) অ্যাকশন প্ল্যান যথাযথ বাস্তবায়নে ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়নের পাশাপাশি বিভিন্ন কম্পোনেন্টের ৯টি টিম পুনর্গঠন করেছে সরকার। প্রতিটি টিমে পাঁচজন করে সদস্য রাখা হয়েছে।
[২] এ লক্ষ্যে অতি সম্প্রতি অর্থ বিভাগ থেকে পৃথক দশটি পরিপত্র জারি করা হয়েছে। [৩] জারিকৃত পরিপত্রগুলোর মধ্যে কম্পোনেন্ট-৮-এর আর্থিক প্রতিবেদন ও পেনশন ব্যবস্থাপনা বিভাগ এবং কম্পোনেন্ট-১৪-এর পিএফএম রিফর্ম লিডারশিপ, কো-অর্ডিনেশন ও মনিটরিং বিভাগ-এ দু’জন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন দেয়া হয়েছে।
[৪] আর পুনর্গঠিত ৯টি টিমের মধ্যে রয়েছেÑ কম্পোনেন্ট-১-এর রেভিনিউ অ্যান্ড এক্সপেনডিচার ফোরকাস্টিং-এর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম;
[৫] কম্পোনেন্ট-২-এর ডমেস্টিক রিসোর্স মবিলাইজেশন (জাতীয় রাজস্ব বোর্ড)-এর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম;
[৬] কম্পোনেন্ট-৩-এর ডেট ম্যানেজমেন্ট-এর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম;
[৭] কম্পোনেন্ট-৪-এর পরিকল্পনা ও বাজেট প্রণয়ন-এর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম;
[৮] কম্পোনেন্ট-৬-এর পাবলিক সেক্টর পারফরমেন্স ম্যানেজমেন্ট (মন্ত্রিপরিষদ বিভাগ)-এর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম;
[৯] কম্পোনেন্ট-৭-এর আইবাস++/ব্যাক্স বাস্তবায়ন-এর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম;
[১০] কম্পোনেন্ট-৮-এর পেনশন ব্যবস্থাপনা-এর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম;
[১১] কম্পোনেন্ট-৯-এর স্ট্রেংদেনিং অব স্টেট-ওউন্ড এন্টারপ্রাইজেস গভর্নেন্স-এর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম;
[১২] কম্পোনেন্ট-১০-এর ইন্টারন্যাল অডিট অ্যান্ড অডিট ফলো-আপ-এর কম্পোনেন্ট-৭-এর আইবাস++/ব্যাক্স বাস্তবায়ন-এর প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টিম পুনর্গঠন করা হয়েছে।