মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী) : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় রোববার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গুটি স্বর্ণা চালের কেজি ৫০ টাকা, আটাশ ৫৬ টাকা, মিনিকেট ৬০ টাকা, বাসমতি ৮০ টাকা, তামলি ৪০ টাকা, জিরা ৫৭ টাকা।
গরুর মাংস ৭৫০ টাকা কেজি, খাসির মাংস ১০০০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ২৫০ থেকে ২৭০ টাকা, দেশি মুগি ৪২০ থেকে ৪৩০ টাকা কেজি।
রুই মাছের কেজি ২৮০ থেকে ৪০০ টাকা, সিলভার কার্প ১৮০ থেকে ২৬০ টাকা, পাঙ্গাশ কেজি ২০০ থেকে ১৮০ টাকা, মৃগেল ২০০ থেকে ২২০ টাকা, আইখড় ৩০০ থেকে ৩৪০ টাকা, দেশি কই কেজি ৮০০, জিউল মাছ কেজি ৫০০ টাকা।
ফার্মের ডিম সাদা ৪৫ টাকা হালি এবং লাল ৫০ টাকা, দেশি মুরগির ডিম ৫৫ টাকা হালি।
দেশি আলু ৬৫ টাকা কেজি, হল্যান্ড জাতের ৫৫ টাকা, বেগুন ৪০ টাকা, পটল ৩০ টাকা, শষা কেজি ৩০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৩০ টাকা, কাঁচা মরিচ কেজি ২০০ টাকা, চিচিংগা ৩০ টাকা, তরই ৪০ টাকা কেজি।