বিশ্বজিৎ দত্ত : [১] মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ব্রিকসে যোগদানের জন্য সংস্থাটির বর্তমান চেয়ারম্যান রাশিয়ার কাছে আবেদন করেছে মালয়েশিয়া।
[২] দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম বারনামা সহ স্থানীয় পত্রিকা এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
[৩] মালয়েশিয়ার ব্রিকসে যোগদানের ইচ্ছা থাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে আলোচনার জন্য দুইদিনের সফরের ডাক পান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
[৪] দেশটির প্রধানমন্ত্রীর বিবৃতি থেকে জানা গেছে, ব্রিকসে মালয়েশিয়ার আবেদনের পাশাপাশি রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে, বিশেষ করে বিনিয়োগ ও বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, প্রতিরক্ষা ও সামরিক, শিক্ষা, এবং পর্যটন ও সংস্কৃতি।
[৫] বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে দি স্টার অনলাইন জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, রাশিয়ার সভাপতিত্বে আমাদের আলোচনার প্রাথমিক কেন্দ্রবিন্দু ব্রিকসে সদস্যপদ পাওয়ার জন্য সাম্প্রতিক আবেদন। সম্ভাব্য এ সদস্যপদ উভয় দেশের জন্য যথেষ্ট প্রতিশ্রুতি এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। [৬] এদিকে ব্লুম্বার্গ জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ব্রিকসে মালয়েশিয়ার আগ্রহকে রাশিয়া স্বাগত জানায় এবং এই আগ্রহ আমাদের প্রচারে সহায়তা করবে।