আনিসুর রহমান তপন : [১] আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করবে। মঙ্গলবার আব্দুল গণি রোডের রেলভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
[২] জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করে কিছু দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন স্থানে রেলের বগি ও স্থাপনায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ্য হলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করে সরকার।
[৩] সভায় বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল আবার আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বল্প পরিসরে শুরু করবে এমনটা সিদ্ধান্ত নেয়া হয়।
[৪] এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির এই প্রতিবেদককে জানিয়েছেন, আমাদের কাছে এই মূহুর্তে যাত্রী নিরাপত্তা ও রেল সম্পদের সুরক্ষা দেয়াই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাছাড়া সারাদেশে এই মূহুর্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সান্ধ আইন বলবৎ রয়েছে। তাই সব দিক বিবেচনায় আপাতত স্বল্প দুরত্বে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।
[৫] এর আগে, ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসে রেল কর্তৃপক্ষ।
[৬] জানা গেছে, সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করবে। তবে আন্ত:নগর ট্রেন চলাচলের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি।
[৭] এর আগ রেওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী জানিয়েছিলেন, রেল চালুর বিষয়টি ভাবা হচ্ছে। তবে দেশের বিভিন্ন স্থানে সান্ধ আইন বলবৎ থাকায় চালুর বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে। তবে যতদ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করেই ট্রেন চালানো হবে।
[৮] সভা শেষে টেলিফোনে মহাপরিচালক বলেন, সান্ধ আইন শিথিলের সময় লোকাল ও কমিটার ট্রেন স্বল্প দূরত্বে চলবে। আর পরিস্থিতির উন্নতি হলে অর্থাৎ সান্ধ আইন পুরোপুরি উঠে গেলে আন্ত:নগরনহ অন্যান্য ট্রেন পরিচালনা করা হবে।
[৯] উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে যাত্রী নিরাপত্তা ও রেল সম্পদ রক্ষায় ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।